টর্নেডো চাইনা
————– রমিত আজাদ
‘তোমাকে দিয়েছি হৃদয়’,
একথা পৃথিবীকে জানাবো কি করে বলোতো?
এই সংবাদ ভাইরাল হলেই উত্তাল হবে বায়ুমন্ডল!
আমি ধরণী বিধ্বংসী টর্নেডো চাইনা।
এই বসুন্ধরা যেমন শান্ত আছে,
তেমনিই শান্ত থাক!!!
কেবল সাইক্লোন ফুঁসতে থাকুক
আমার হৃদয়ের গভীরে!
যেদিন সেই ভার বহন করার
শক্তি ফুরিয়ে যাবে,
আমি গোরস্থান বেছে নেবো।
চিকিৎসকের ছাড়পত্রে
অনুমতি মিলবে সৎকারের।
পৃথিবী আবারো শান্ত থাকবে!!!
কোলাহলহীন মৃন্ময়ী গৃহেই হয়তো হবে
আমার অতৃপ্ত আত্মার সুখের ঠিকানা।
সুখে থাকুক পৃথিবী!
সুখে থাকো তুমি!
——————————————-
রচনাতারিখ: ১৫/০৮/২০১৯
সময়: রাত ৩টা ৩৩ মিনিট