টিউলিপ ফুলমণি
টিউলিপ ফুলমণি
—————————– রমিত আজাদ
মণি তার রূপে রঙে ফুলে ফুলে সাজলো,
টিউলিপ বনে তার সাত সুর বাজলো।
অপরূপা সাজে মণি বাগানেতে এসেছে,
মণিটার রূপ দেখে ফুলও লাজ পেয়েছে।
উতলা তার মন সায়রে ঊর্মিমালার বল্লরী,
পুষ্প মেলায় উদ্ভাসিত মন মাতানো ফুল্লরী!
উদ্বেলিত পাপড়ি শোভায় রত্নমণি ফুটলো যে,
আন্দোলিত কুঞ্জ দোলায় ফুল্লরাণী হাসলো রে!
উন্মেষিত উর্বীরূহ সার বেধে তার রূপ দেখে,
ফুলরা করে কানাকানি এই রূপসী কার সাথে?
ফুলের দেশে দেখছে মণি দূর পাহাড়ের উচ্চতা!
আলতা-দুধে গা থেকে তার ঠিকরে পড়ে রূপ ছটা!
মণির চোখের হাসির ঝলক জ্বালছে প্রদীপ ঐ বাগে,
বংশীবাদক সুর সেধে তাই ঝড় তুলেছে প্রেম রাগে!
মুক্তোদানা তার হাসিতে ঝরছে অঝোর জল ধারায়,
প্রাচীন প্রেমের স্মৃতির শোকে ব্যার্থ প্রেমিক পথ হারায়।
আজ প্রাতে তার পা পড়েছে, উল্লসিত পুষ্প নীড়।
ফুলের ক্ষেতে উঠলো মেতে সৌরভিত বন সমীর,
আকাশ থেকে সূয্যিটা ঠিক বিহ্বলতায় তড়পাবে,
টিউলিপ না ফুল্লমণি কার বেশি রূপ তাই ভাবে!
রচনাতারিখ: ০৩রা জুন, ২০২১ সাল
রচনাসময়: রাত ০৩টা ০১ মিনিট