ডুঁকরে কাঁদে কোন তরুণী? (Who Cries at Midnight? )
ডুঁকরে কাঁদে কোন তরুণী?
————————— রমিত আজাদ
ডুঁকরে কাঁদে কোন তরুণী, মাঝ রাতে কে স্বপ্নে ডাকে?
হাতছানি কার কায়ার ছায়ার, বাতায়নের ওপাশটাতে?
জোৎস্না গলে জানালা দিয়ে, স্নিগ্ধ আলোর আল্পনাতে;
চাঁদের মতন নীরব ভাষায়, কার পরশ এই আঁখিপাতে?
কার বাগানে ফুটতো কুঁড়ি, ফুল হয়ে কে হাসতো মনে?
কার আঙিনার উঠানটাতে, রক্তজবা ফুটতো প্রাণে?
হাসনাহেনার সুবাস হয়ে, কে ছড়াতো সন্ধ্যাজ্যোতি?
বাগানবিলাস ছড়িয়ে পথে, কে দোলাতো যুঁই-মালতি?
সে কখনোই কয়নি কথা, ছিলোই কেবল নীরবতা!
নীরব ভাষায় বলতো সে যে, কত কালের প্রাণের কথা!
বুক ফাটা এক অসারতায়, হয়নি কোন জবাব দেয়া,
মুখ ফুটে কেউ বলেনিতো, বুকের মাঝে কোন সে মায়া!
কখনো বা বাঁশির সুরে জানিয়ে দিতো তাহার আভাস,
সুরের মায়ায় ভেসে ভেসে, চুপটি করেই প্রণয় প্রকাশ।
যেদিন সাঁনাই বাজলো ঘরে, নয়ন ছিলো ছলো ছলো,
একটু দূরেই বিদায় গীতি, তার বাঁশিতেই বেজেছিলো।
——————————————————————–
রচনাতারিখ: ১১ই জুলাই, ২০২১ সাল
রচনাসময়: রাত ০২টা ৩৮ মিনিট
Who Cries at Midnight?
———————— Ramit Azad
Volegov painting