তন্দ্রাতুর একরার
——————— রমিত আজাদ
‘হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়’
কারণ সেটা ফিজিক্স নয় রসায়ন!
রসায়নে পদার্থের সংস্পর্শে ঘটে বিক্রিয়া,
আর সেখানেই প্রশ্নটা!
কোন কোন বিক্রিয়া হয় মনোরম,
কোন কোন বিক্রিয়া হয় ধ্বংসাত্মক,
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়!!!
নিক্তির হিসাবে কত আর হবে
স্নিগ্ধতায় ভরা একটি হাতের ভর?
বড় জোড় পাঁচশত গ্রাম!
আর বিহ্বল মনের হিসাবে সেই ভর
অসীমকেও ছাড়িয়ে যেতে পারে!
ঐ বেহিসেবী ভর বইতে পারবে কতজনা?
তাই জমিনে জোছনা নেমে এলেও
মদির হয় না অস্থির মন!
মেঘ ছুঁয় না উথাল দরিয়া!
নিরুপায় জীবন বাধ্য করে হাত ছেড়ে দিতে!!
বিশ্বাস করো, আমি হাত ছাড়তে চাইনি!!!
——————————————————–
রচনাকাল: ৩১শে আগস্ট, ২০১৯
সময়: রাত ১টা ৫৫ মিনিট