অনলাইন প্রকাশনা

তন্দ্রা আমায় ছেড়ে গেছে
তন্দ্রা আমায় ছেড়ে গেছে
সঙ্গী নিঝুম রজনী,
নির্ঘুম রাত পোহায়না তো
তুমি ছাড়া সজনী।
ঘর থেকে বাহিরে যাই
বাহির থেকে ঘরে,
আমায় দেখে চন্দ্রপ্রভা
লুকায় মেঘের পরে।
রাত্রি এখন অনেক হইছে
নেইতো কেহ সজাগ,
তন্দ্রা কেন আমার সাথে
হচ্ছে এতো বিরাগ?
দক্ষিণের বারান্দায় বসি
ঘুম আসেনা বলে,
চাঁদনী আর কজ্জল দেখি
লুকোচুরি খেলে।
ওদের অমন আহ্লাদে ভাসে
তোমার নিনরণী,
একলা ঘরে কেমনে কাটে
তুমি ছাড়া সজনী।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com
মন্তব্য করুন..
মোহাম্মদ সহিদুল ইসলাম
0
Tags :