তবুও স্বপ্ন থাক
তবুও স্বপ্ন থাক
———- রমিত আজাদ
এই খেলা কার?
আমাদের না জীবনের?
আমরাই তো জীবন!
জীবন আছে তাই তৃষ্ণাও আছে।
তবুও মনে রেখো, একবিংশ শতাব্দীতে
তৃষ্ণার ত্রাণে মাটিফুঁড়ে বেরোবে না
দেবদূত শের আলী খান।
জামরুদ-এর বীর,
তীক্ষ্ণ খঞ্জরের উপর্যুপরী আঘাতে
বিনাশ করবে না লর্ড মেয়ো-কে!
আন্দামানের রক্তাভ সূর্যাস্তে
দখলদারের তাজা খুনে
রক্তিম হবে না দ্বীপান্তরের রূপসী কাঁকর!
এ যুগে কারাবাসে দন্ডাধীন বীরত্বের শাহী তখ্ত!
নির্বাসনে নির্বাক উচ্চশির বৈশ্বানর!
অতঃপর, নিজ তৃষ্ণা নিজেই মেটাও যদি পারো।
স্বপ্নাতুর মন তো কেবল মিথ্যে প্রবোধই চায়,
কি হবে সত্য দিয়ে?
নির্মল মন তো জানেই, ‘সত্য বড়ই নির্মম!’
তার চেয়ে মিথ্যেই ভালো!
সবকিছু অপূর্ণ থাকলেও, স্বপ্নটা তো থাকে!!!
————————————————————-
রচনাতারিখ: ১৯শে আগষ্ট, ২০১৯
সময়: রাত ২টা ৫৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0