তামসী দিনলিপি
—————— রমিত আজাদ
এমন তো নয়,
তোমারে সাধিয়া ভাবিনি কখনো গল্প!
ভাবিয়াছি কত, সৃজিয়াছি তত
শত আখ্যান উপকথা,
দিনলিপি তার লেখনীর ভার,
বহিবে কেমনে মনো উপহার!
শুধু জেনো তার, চারুতা বাহার,
লিখিয়াছি খুবই অল্প !!!
জাগিও না তব, জাগিও না নিশি,
কাহারো বিরহে অন্তর কাঁদে?
কাহারো স্মরণে ভেজে দুটি আঁখি?
পুরাতন চিঠি, আঁধারের সাথী,
প্রণয়ের তিথি, ব্যাথাতুর স্মৃতি!
না জাগাও মনে আর,
হৃদয়ের কথা হৃদয়েই থাক,
ভুলে যাও ব্যাথাভার!
—————————————-
রচনাকাল: ১লা মে, ২০১৯ সাল
সময়: রাত ২টা ১৬ মিনিট
Dim Diary
—————- Ramit Azad