তুমিও বাড়াও হাত!
—————- রমিত আজাদ
আমি তো হাত বাড়ালাম!
এবার তুমিও বাড়াও হাত।
দ্বিধা কেন?
কি ভাবছো?
সবাই কি ভাববে?
তোমার কি ধারণা ওরা আঁচ করতে পারেনি?
যা তুমি আঁচ করেছ,
যা আমি আঁচ করেছি,
তা ওরাও আঁচ করেছে!
বিচ্ছুরিত হৃদয়ের আলো কি সামলানো যায়?
হোমো স্যাপিয়েন্স-এর কাছে কি লুকাবে বলো?
বুদ্ধিদীপ্ত এই প্রাণীটির ভাষা অনেকগুলো!
মুখের ভাষা, মনের ভাষা, চোখের ভাষা,
কায়ার ভাষা, ইত্যাদি, ইত্যাদি।
অস্থির দু’টি অন্তরের চোখের ভাষা
অনেক আগেই পড়ে ফেলেছে!
এবার কায়ার ভাষাটা দেখাও।
পথের এইটুকু পিচ্ছিল কর্দমাক্ত অংশটি
ডিঙিয়েই পার হওয়া যায়;
আমিও জানি, তুমিও জানো।
তবুও তোমাকে সাহায্যের নামে
আমি বাড়িয়েছি হাত।
এবার সাহায্য নেয়ার ছলে
তুমিও বাড়াও হাত!
এসো দুজনাই নেই সুখ
আমাদের প্রথম স্পর্শানুভূতির!!!
—————————————————-
রচনাকাল: ২৫শে এপ্রিল, ২০১৯
সময়: রাত ১২ টা ৫৯ মিনিট
Give Me Your Hand
—————— Ramit Azad
(কবিতাটির মূলভাব রচিত হয়েছিলো আজ থেকে ত্রিশ বছর আগে।
যাকে নিয়ে কবিতাটি লেখা হয়েছে, তিনি বাংলা পড়তে পারেন না!)