তুমি চিনবে তো আমায়?
—————————- রমিত আজাদ
“তুমি চিনবে তো আমায়?”
কি নিদারুণ আকুতি থেকে এমন প্রশ্ন করি!
আমি কি বোঝাতে পারি?
তারপর যদি সত্যিই দেখা হয়ে যায়!
আর তুমি যদি চিনতে না পারো!
আমি কি উন্মাদ হয়ে যাবো?
মাথাকুটে নিরর্থক,
পান করবো হেমলক, স্বহস্তে প্রস্তুত?
শুধাব নিজেরে,
শুভদৃষ্টি, সুলগন, চপলা হৃদয়,
পহেলা স্পর্শ, দোলানো আবেগ,
সবই কি ছিলো তবে মিছে?
এবার কি
বহাব কোন নদী আকুলায় কেঁদে-কেটে?
দলেছিলে যত ফুল!
নিয়েছিতো মেনে, সকলি আমার ভুল!
এবার তাহলে ক্ষমা করো মোরে,
পুনর্দৃষ্টি-টি শুভ না হোক
অশুভ করো নাকো লগন তায়!
কিছুটা হলেও চিনে নিও আমায়!
——————————————
রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ০১ মিনিট