তুমি তো তুমিই
————- রমিত আজাদ
তুমি সে যেমনই হও। তুমি তো তুমিই।
হয়তো বয়স হয়েছে,
ললাটে পড়েছে ভাঁজ,
হয়তো চোখের কোনে জমেছে কিছুটা কালি।
আমি বলি সে কালি নয়, মায়া অঞ্জন!
যেই অঞ্জন মাখা আঁখির অগ্নি চাহনি দেখে
জ্বলে খাঁক হতাম আমি,
সেই তারুণ্যের অরূণোদয়ে।
আজও জ্বলছি আমি তেমনই সহনশক্তি নিয়ে।
তুমি তো তুমিই। তাই না?
সেই জন, সেই মন,
তোমার জন্য জ্বলতে রাজী আছি
সারাটা জীবন।
———————————————————
তারিখ: ১৯শে ফেব্রয়ারী, ২০১৮
সময়: রাত ১২ টা ২৮ মিনিট