তৃষ্ণার মায়াজলে চাঁদ
তৃষ্ণার মায়াজলে চাঁদ
———————– রমিত আজাদ
তৃষ্ণার মায়াজলে ডুবে থাকা নদীরা,
জোছনার সুরা পানে তীব্রতা মদিরা।
শিশিরের বিম্বে চাঁদ হাসে মমতায়,
চাঁদ আর জল মিশে লীন হয় দ্রাঘীমায়।
চাঁদেরও তো তৃষা আছে, জলপানে অস্থির,
জলঢেউ আলোড়নে চাঁদ কাঁপে তিরতির।
অভিসারী শর্বরী চাঁদটাকে দেয় ঘোর,
তমসাতে তাই চাঁদ পেতে চায় বাহুডোর।
হবে কিবা মেপে মেপে গভীরতা নদীদের,
তার চেয়ে ছায়া মাপো চাঁদ দেখা পথিকের।
কালাপানি কয়েদীর দোষটা কি ছিলো জানো?
চাঁদ ছুয়ে দেখেছিলো, মানো কিবা নাই মানো।
চাঁদ কেনো এসেছিলো চুপি চুপি তার ঘরে?
পরশের হরষণে সুখ নিতে বুক ভরে।
আকাশের চাঁদ তাই ধরণীতে আসে ছুটি,
এই ভাবে জলে ডুবে চাঁদ হয় কুটি কুটি!
রচনাতারিখ: ০৫ই ফেব্রুয়ারী, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ০৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0