তৃষ্ণা তিথির ঋক্ষ
————— রমিত আজাদ
এমন ভরাট দৃষ্টি নিয়ে,
কেউ কি কখনো তাকিয়েছে তোমার দিকে?
দিয়েছে কি পারিজাত ফুল, পরিপাটি খোপা থেকে খুলে?
অথবা একগুচ্ছ মেঘরঙ কেশ মায়াবতি তরুণীর?
রেখে দাও সেই কূলভাঙা ফুল,
উথালি-পাথালি নদীটির ছন্দিত দেহে,
শোভা পাক ঐ পুষ্কর কেশ তব স্পন্দিত বুকে।
নীরবতা ভেঙে মুখোমুখী হও, হেটে যাও পাশাপাশি,
চোখ রেখে চোখে প্রিয়ভাষী মোর, বলে ফেলো ‘ভালোবাসি’।
———————————————————————————-
তারিখ: ৯ই মার্চ, ২০১৮
সময়: রাত ২টা ০২ মিনিট