তোমারও একটা ছবি থাক আমার কালেকশনে
তোমারও একটা ছবি থাক আমার কালেকশনে
————————————– রমিত আজাদ
জানি তুমি মণি নও, রিনি নও, হৃদিতা।
আলালের তুমি নও দুলালী কি বীথিকা।
গাড়ী চড়ে আসো নাই, তুমি মোর আলয়ে,
যাও নাই অভিসারে ডল সেজে মলয়ে।
ঝলমলে জামা পড়ে করোনাই কুপোকাৎ,
সোনাচুড়ি নিক্কনে ধরো নাই মম হাত।
মনলোভা ভঙ্গিতে বলো নাই কথা কোন,
আঁটশাট ঘাঘরিতে দোলে নাই তব তনু।
মুক্ত সে কটিদেশে ছিলো না তো আভরণ,
পার্লারে সাজ নিতে ছিলো না তো বিচরণ।
ম্যাটম্যাটে বেশবাসে মামুলি সে আচরণ,
নিষ্পাপ চাউনিতে ছিলো নাকো প্রলোভন।
তুমি ছিলে সাদাসিধে, সমাজের সাধারণ,
তাই মম হৃদয়েতে ওঠে নাই আলোড়ন।
এতকাল পরে ভাবি, তুমিও তো ছিলে মোর,
তবে কেন ঠেলে দেব, ভুলে যাবো বাহুডোর?
ছবিটাতো আজও আছে, এ্যালবামে নিরালায়;
আজ থেকে ঠাঁই তার হবে মোর নীলিমায়।
রচনাতারিখ: ০৮ই ডিসেম্বর, ৩০২১ সাল
রচনাসময়: রাত ১২টা ২২ মিনিট
Keeping a Photo of You in My collection
———————————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0