অনলাইন প্রকাশনা

তোমায় পেলেই ধন্য আমি (সহিদীয়া সঙ্গীত_২২)
অনেক দিন ধরেই আমি
তোমায় চিনি চিনি,
তোমায় অনেক ভাল লাগে
ওগো বিদেশিনী।
রাতের ঐ চন্দ্র যেমন
চির দিনের চেনা,
তেমনি যেন তোমার সাথে
ছিল মনের লেনা।
মন নিয়ে নাও প্রেম দিয়ে যাও
কর আমায় ঋণী,
অনেক দিন ধরেই আমি
তোমায় চিনি চিনি।
লাইলী প্রেমে মজনু যেমন
কৃষ্ণে রাধা-রানী,
আমারও তো নাইরে বাকী
হইতে সন্ন্যাসিনী।
চাইনা আমি রাজ সিংহাসন
চাইনা হীরা-মণি,
তোমায় পেলেই ধন্য আমি
তোমায় পেলেই ধনী।
প্রথম যখন তোমার সাথে
হইত আমার দেখা,
জ্যোতিষীরে দেখাইতাম
আমার হাতের রেখা।
তোমায় পাশে পাব কিনা?
আমি চির দিনি,
অনেক দিন ধরেই আমি
তোমায় চিনি চিনি।
ধন্য তোমার পিতা-মাতা
আরো ধন্য তিনি,
এমন সুন্দর করে তোমায়
সৃষ্টি করছেন যিনি।
অনেক দিন ধরেই আমি
তোমায় চিনি চিনি।
তোমায় অনেক ভাল লাগে
ওগো বিদেশিনী।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com
মন্তব্য করুন..
মোহাম্মদ সহিদুল ইসলাম
0
Tags :