ত্রসন জেব্রাক্রসিং
—————- রমিত আজাদ
বদ্ধ মস্তিষ্ক বাক-স্বাধীনতা বোঝে না।
বোঝে না সে প্রাণের আকুতি!
মানে না শ্লোগান মুখরিত নাগরিকের।
তার ভাবনার জগতেই ঘোর অবরোধ।
তাই গভীর পংকিল সংকল্পে তাহার
ঠাঁই পায়না সুবচন বিবেচনা!!
এতটাই ঘৃণা রেখেছে পুষে
বিক্ষুদ্ধ মিছিলের প্রতি!
এতটাই দ্বেষ রেখেছে পুষে
সম্মিলিত শ্লোগানের প্রতি!
ভীতি তার তারুণ্যের প্রতিবাদ,
রোজনামচা নবজাতকের।
আশঙ্কা তার হিসেবের হালখাতা,
দৈন্য বিগত দশকের।
ফাগুন দুপুর তুমি
একাকী শিমুল তরু, সবুজ ধানের নীড়ে।
বাসন্তী বিকেল তুমি
পলাশের রঙ, লাখো তরুণীর ভীড়ে।
ঋতুরাজ তুমি
রক্তমাখানো ত্রসন জেব্রাক্রসিং!
পুররাজ তুমি
ঝুঁকিময় পথ বুনো শ্বাপদের শিং!
অধিরাজ তুমি অন্ধ আজিকে
বন্ধ তোমার দ্বার,
কাহার মিছিলে কাহাকে দুষিবে,
কারে দেবে কারাগার?
জেনে রেখো তবে শাস্ত্রের কথা,
প্রকৃতির অধিকার,
নিজের আগুনে নিজেই পুড়িবে
বহিয়া চলিবে ভার!!!
———————————————-
তারিখ: ২০শে মার্চ, ২০১৯
সময়: দুপুর ৩টা ৩০ মিনিট