দাহ ও প্রবাহ
দাহ ও প্রবাহ
—————— রমিত আজাদ
প্রেমের আঘাত কাকে দেখাবো আমি?
কি বলবো তাদেরকে?
তোমার নামে একগাদা কথা?
কেবল নিজের বুকটা হালকা করার জন্য??
আমার অন্তরঙ্গ স্মৃতিগুলো তো
আমার একান্ত রোজনামচা।
রোজনামচা কি কাউকে দেখাতে আছে?
কি দেখাবো আমি তাদেরকে?
মনোরম সৈকতে গড়া আমার বনানী,
ছিমছাম রিসোর্ট ছায়া!
তারপর একদিন,
উন্মত্ত জলোচ্ছাসে সবকিছু ভেসে যাওয়া!!!
এতে করে তুমি ছোট হয়ে যাবে তাদের কাছে!
আমাকে স্বান্তনা দিতে তারা
বাড়িয়ে-বানিয়ে বলবে আরো কিছু!
ছোট ছোট কথা মানবের মুখে মুখে ভেসে
ফুলে-ফেঁপে ওঠে গায়েবী মামলার মত।
না, ঐ স্বান্তনা আমি চাই না।
থাকুক আমার বুকে
উন্মাদ সাগরের গর্জন সারাটা জীবন,
সেই বুকেই আরো আছে, পুষে রাখা প্রেম।
দাহ ও প্রবাহ সবই তো তোমার জন্য!
তোমাকে কি আমি ছোট করতে পারি???
—————————————————–
তারিখ: ৬ই ফেব্রুয়ারী, ২০১৯
সময়: রাত ১২টা ৫৭ মিনিট
Burning and Stream
——————— Ramit Azad