দু’জনার ঝাউগাছ
দু’জনার ঝাউগাছ
————————- রমিত আজাদ
এই ঝাউগাছের পাশে দাঁড়িয়ে হাসনা হেনার ঘ্রাণ পাই,
ঝাউগাছ তোমার আমার দু’জনারই প্রিয় ছিলো!
স্বপ্ন ছিলো, আমরাও ঝাউগাছ বুনবো!
আমাদের বাংলোর সামনে।
প্রেম-বিলাসী ঝাউগাছ!
ঝাউগাছ বোনা হয়েছে।
চতুর্দশী জোৎস্নার রৌশনী
তাকে তন্বঙ্গী করে তোলে!
নার্গিসের ফুল-জলসায়
সেইতো বাগানের চিরহরিৎ রূপ-দুয়ারী!
তবে ঝাউগাছটি দুজনার নয়,
আমার একার হাতে বোনা!
তোমার হাত ধরে ঝাউগাছ বুনতে পারলাম না!
ক্ষমা করো প্রিয়া!
রচনাতারিখ: ৮ই মে, ২০২০ সাল
সময়: রাত ০৯টা ৫৮ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0