দোল দিয়ে যায় ‘দোলা’
দোল দিয়ে যায় ‘দোলা’
———————- রমিত আজাদ
দোল দিয়ে যায় ‘দোলা’ দোল খায় বুকে,
তরণীতে ‘দোলা’ দোলে, দিন যায় সুখে!
‘দোলা’ যদি নাই দোলে কাঁদি মহা দুখে,
ধরণীতে ‘দোলা’ গায়, সুর ভাসে সুখে!
‘দোলা’ তুমি দুলবেই হয়ে কানে দুল,
ঝুমকোর কারুকাজে হবে নাকো ভুল!
‘দোলা’ দোলে দোলনায় উঠানের বাগানে,
আমি দুলি আবেগেতে ফুলেদের ফাগুনে!
শতদল ফুলে যত উজ্জ্বল পাপড়ি,
তার চেয়ে ভাস্বর ‘দোলা’ কুঁড়ি পত্রি।
মেঘেদের সঙ্গিতে ফুল ঝরে জলসায়,
অপরূপা ভঙ্গিতে ‘দোলা’ জ্বলে রূপসায়।
কলতানে মুগ্ধ ‘দোলা’ হাসে বরষায়,
কার্নিশে ঝিঙে ফুল দুলে ওঠে হরষায়!
‘দোলা’ দেখে স্বপ্ন, পালকীতে দুলবে,
ভালোবাসা প্রেমে ভেসে, সব দুখ ভুলবে!
রচনাতারিখ: ২৬শে এপ্রিল, ২০২০ সাল
সময়: রাত ১২টা ০৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0