দ্বিতীয় চুম্বন
দ্বিতীয় চুম্বন
——————– রমিত আজাদ
নির্মল মৃত্তিকায় ছোঁয়াবো অধর,
স্বাদ মিলবে সেই দ্বিতীয় চুম্বনের!
হৃদয়ে ভেসে উঠবে স্মৃতির বুদবুদ,
কোন এক ক্লাস পালানো দুপুরের!
অধরে অধর ছোঁয়াতেই
কেমন ঝলকালো বিদ্যুৎ!
কালবোশেখী ঝড়ও বুঝি হার মানে!
সেই সাথে পরাজিত হয়
সমুদ্রের উত্তাল তরঙ্গ!
বাগানের রঙ্গনেও অত রং ছিলো না!
যতটা রাঙিয়েছিলো মন
একটি নিষ্পাপ নিখাঁদ চুম্বন!
টিলো-এক্সপ্রেসড খেলতাম
আমার ছেলেবেলার
গলি-ঘুপচির আনাচে-কানাচে।
সেখানেও ছোঁয়াছুঁয়ি হয়েছিলো কিছু!
তবে সেই তুলিতে রঙ লাগেনি,
আঁকা হয়নি ছবিও কোন ক্যানভাসে!
দ্বিতীয় চুম্বন এক বিশাল ছবি এঁকেছে
হৃদয় নগরীর প্রসস্ত রাজপথে।
যা এতকাল ঢাকা পড়েছিলো
তীব্র যানজটের আচ্ছাদনে।
এবারের লকডাউনে
বেমালুম ফাঁকা রাজপথে
সেই ছবি উন্মুক্ত হয়েছে।
হ্যাঁ দ্বিতীয় চুম্বনটিই ছিলো
আমার জীবনের শ্রেষ্ঠ চুম্বন,
প্রথম চুম্বনটি বড় অগোছালো ছিলো!
———————————–
রচনাতারিখ: ২৬শে মার্চ, ২০২০ সাল
সময়: রাত ২টা ৫০ মিনিট
Second Kiss
—————- Ramit Azad
(ছবি – Jibon Ahmed)