ধমনী প্রবাহে কম্পন
——————- রমিত আজাদ
বিকেল গড়িয়ে, সন্ধ্যা ফুরিয়ে, নামিছে নিঝুম যামিনী,
লক্ষ প্রদীপ সাজিয়ে দেয়ালী, খোশবু ছড়ায় কামিনী।
বাগানের হাটে প্রসূনের শোভা, মাধবী রাতের সরণি,
মোহনায় মাখা জোছনা বিলাস, পথেরও বাঁকের কাহিনী।
আবেগী আকাশ, দক্ষিণা বাতাস, দ্বিতীয়া তিথির মায়া,
লোভনীয় চাঁদ, ঘুচিয়ে বিষাদ, সোহাগে ভরিবে কায়া।
নির্ঘুম নিশি, আশা অবিনাশী, শোণিত-ধারায় স্পন্দন,
কত যে আপন, যামিনী যাপন, ধমনী প্রবাহে কম্পন।
আঁখির জমিনে নয়নের ভাষা নীরব কথার লয়,
ছন্দ হারিয়ে মত্ত মদিরায় ক্ষুদ্র তরুতে ক্ষয়।
রূপ লাবণ্য, প্রাণ অনন্য, নারীর সাধনে নর,
কাননের ছবি, কামনার কবি তুলিবে বোশেখী ঝড়।
————————————————
তারিখ: ৬ই অক্টোবর, ২০১৮
সময়: রাত ১টা ৪১ মিনিট