ধূসর দীর্ঘশ্বাস
————— রমিত আজাদ
তুমি আছো তোমার সংসার নিয়ে,
আমি আছি আমার সংসার নিয়ে।
তুমি ব্যাস্ত তোমার পৃথিবী নিয়ে,
আমি ব্যাস্ত আমার পৃথিবী নিয়ে।
অথচ আমরা আমাদের দুজনের
একটি পৃথিবী চেয়েছিলাম!
তুমি ফুল ফোটাও তোমার বাগিচায়,
আমি ফুল ফোটাই আমার বাগিচায়।
অথচ আমরা আমাদের দুজনের
একটি মালঞ্চ চেয়েছিলাম!
তুমি দেখো তোমার বাড়ীর আকাশ,
আমি দেখি আমার বাড়ীর আকাশ,
অথচ আমরা আমাদের দুজনের
একটি আশমান চেয়েছিলাম!
তুমি ফেলো তোমার নিঃশ্বাস,
আমি ফেলি আমার নিঃশ্বাস।
অথচ আমরা দুজনেই জানি,
ওটা নিঃশ্বাস নয়,
দগ্ধ ফুসফুস থেকে বেরিয়ে আসা
এক ঘনীভূত ধূসর দীর্ঘশ্বাস!!!
Long deep sigh
———- Ramit Azad
————————————–
তারিখ: ৩০ শে নভেম্বর, ২০১৭ সাল
সময়: দুপুর ১ টা ৫৬ মিনিট।