নও বোশেখে নবীন আশা
নও বোশেখে নবীন আশা
——————————— রমিত আজাদ
রুদ্র বোশেখ আসলো ছুটে, আনলো নতুন বছর;
বৈশাখী ঝড় মাতাল হাওয়ায় জমলো নবীন আসর।
খঞ্জনা তার গান শোনালো নাম না জানা বনে,
অঞ্জনারা সাজলো শোভায়, রঙ লাগিয়ে মনে।
পুকুর পারে ধানশালিখের ঝাঁকের কিচিমিচি,
পারুল বনে হাসির রাশি, রোদের ঝিকিমিকি।
ঘরের দাওয়ায় গরম হাওয়ায় হাতপাখাটার দোল,
তাপ তেতেছে বৃক্ষশাখে, ফুটলো আমের বোল।
বাগান বিলাস, ফুল মাধবী মঞ্জুরিত তায়,
গন্ধরাজের শুভ্র শোভায় ছন্দ সুবাস বায়।
পলাশ লালী গুলমোহরের পাঁপড়ি ঝরে হায়,
শিমুল শাখে লক্ষীপ্যাচা বৈশাখী গান গায়।
ইন্দ্রজালী বংশীবাদক সুর তুলেছে গাঁয়ে,
কংস নদীর ধ্বংস স্রোতে পাল তুলেছে নায়ে।
কার হৃদয়ে পূর্ণিমা চাঁদ, কার আঁখিতে আশা?
কোন কুহকী এই বোশেখে, খুঁজবে নিগূঢ় ভাষা।
গ্রীস্মকালীন উষ্ণ বায়ে উড়ছে রঙিন ঘুড়ি,
ছুটছে নদী, ছুটছে তরী, ছুটছে কালের ঘড়ি।
বছর গেলো, বছর এলো, পাল্টাবে কি সুর?
তাও বেঁধেছি নতুন আশা, পথ চলেছে দূর!
রচনাতারিখ: ১৩ই এপ্রিল, ২০২১ সাল
রচনাসময়: রাত ১০টা ২৭ মিনিট