অনলাইন প্রকাশনা

নটিনীর ব্যাথাভার
নটিনীর ব্যাথাভার
————- রমিত আজাদ
নূপুর সিঞ্চনে সিক্ত হৃদয়ভার,
অভাগিনী নটিনীর কে শুনিবে গান?
যাহার দেহের ভাঁজে লেখা রাজাদের ক্ষুধা,
কেশের ছায়ায় তার কে জুড়াবে প্রাণ?
নটিনীর রুপে-রসে উন্মাদ তব কবি,
তুমিও প্রেমিক নও।
রূপসীর আভরণে খোঁজ,
পুঁথির রসদ তাও!
দরবারী বৈভবে তার জাঁকালো উৎসবে,
গাহিবে নহলী গীতি দ্যুতিমান গৌরবে।
ধন্য ধন্য করিবে রাজন্য,
কবির গরিমা বাড়িবে অনন্য!
সেই স্বার্থ যাচি যাও নটিনীর দ্বারে,
দেখিবে না কভু, হাতে হাত রাখি,
সজল তাহার আঁখি
বুঝিবে না তার, কাঞ্চন কারাগার
কি করুণ ব্যাথাভারে!
——————————————————————-
তারিখ: ২৫শে নভেম্বর, ২০১৮
সময়: রাত ১২টা ৪৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0