নতুন বৎসরের শুভেচ্ছা – ২০২০!
——————————- রমিত আজাদ
শেষ কথা, শেষ কথা, হলো না তো বলা,
বছর তো চলে গেলো, করে হেলাফেলা!
যে কথাটি না বলিতে জানে নভলোকে,
যে কথাটি না শুনিতে বাজে মনলোকে।
শুষে নিক তিক্ততা, বছরের মলিনতা।
উড়ে যাক রিক্ততা, অহেতুক নীরবতা,
রেখে দিক সব ব্যাথা, পাণ্ডুর শোকগাঁথা,
ঝরে যাক মরা পাতা, পঙ্কিল কলুষতা।
জাগুক পৃথিবী, কাটুক রজনী, নন্দিত মধুময়!
থাকুক পৃথিবী, থাকুক ধরণী, ছন্দিত প্রেমময়!
——————————————————-
রচনাতারিখ: ১লা জানুয়ারী, ২০২০ সাল
সময়: সকাল ৯টা ২৩ মিনিট