নতুন মনের বায়না
—————- রমিত আজাদ
এক শকুনের বাচ্চা আবার ধরলো নতুন বায়না,
মরা গরুর মাংস সে আর ক্ষুধার সময় চায়না।
রান্না করে দিতেই হবে রোস্ট কাটলেট সুপ,
মজা করে তাই খাবে সে, রসিয়ে জিভে খুব!
শকুন মাতা বায়না শুনে এক্কেবারে থ!
প্রজন্ম-টা নতুন বলে কত্ত কথা ক!
কোথা থেকে ছেলের মাথায় উদ্ভট এই জল্পনা?
নেট খুললেই গোত্তা মারে কত্ত রকম কল্পনা!
হায়রে এখন শকুন মাতা ভেবেই হলো উতলা!
বায়না মিটাও, জিদ ধরেছে, ‘না’ বলাটা বিফলা।
কোথায় পাবে শকুন মাতা রান্না করা অন্ন?
বিগড়ে গেলো নিউ প্রজন্ম প্রযুক্তি-টার জন্য!!!
——————————————————
রচনাকাল: ২৩শে এপ্রিল, ২০১৯
সময়: সকাল ১০টা ১৯ মিনিট