নদীটিরে বলে দিও
নদীটিরে বলে দিও
————————- রমিত আজাদ
নদীটিরে বলে দিও তার সাথে কথা নাই,
তীরে তীরে হেটে হেটে আর কত দূরে যাই?
সখা তার তৃষা নিয়ে জল ছুঁতে চেয়েছে,
অত জল বুকে ধরে নদী কোথা ছুটেছে?
তীর ধরে হেটে হেটে আমি বড় ক্লান্ত,
তাও তীর ভাঙ্গে নাকো নদীটার প্রান্ত।
জলে তার সুগভীর আবেগের হাতছানী,
ঝাঁপ দিলে ঐ জলে হবে ঠিক প্রাণহানী।
ভাবছি কি দেব প্রাণ, অভিমানে অভিমানে?
তাও যদি নদী বোঝে ছুটেছে কে তার পানে।
জলে তার ছায়া পড়ে মোর দেহ আত্মার,
ছায়া দোলে ঢেউ তালে নদীটির সত্তার।
নদী তুমি যাও কোথা এই বেলা ফিরে চাও,
পাশাপাশি চলছি যে এইটুকু টের পাও?
তীর ছেড়ে একদিন ঠিকঠিক দেব ঝাঁপ,
দিক লোকে ধিক্কার, হয় হবে হোক পাপ।
রচনাতারিখ: ০৫ই ফেব্রুয়ারী, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০১টা ৪৯ মিনিট (বাংলাদেশ)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0