নন্দিনী পূরবীকা
নন্দিনী পূরবীকা
————————- রমিত আজাদ
কে তুমি ফোটালে মনের গহীনে মঞ্জরি মাধুরীকা?
কে তুমি বাজালে হৃদের বীণাতে ভৈরবী পূরবীকা?
লীলায়িত দেহে বহ্নিকা তুমি উর্বশী চিরচেনা,
নন্দিনী তুমি বসন্তরাগে পুস্পিত লিলি-হেনা।
মেলেছ আঁখির পাতার কোলেতে পাখিদের বুনো সুর,
তুলেছ যে ঝড়, যত পারাবার, বাতিঘর তত দূর!
অভিসারে যদি বেছে নাও কোন জনহীন বালুচর,
অকুল পাথারে ভাসাইবো তরী, জলেই বাঁধিব ঘর।
বুকের আঁচলে ঢেকেছ গীতিকা হৃদয়ের কলরোল,
লাজে মরো তাই, বাধো বাধো লাগে, জাগাইতে কোলাহল।
নীড়ে থাকা পাখি, নিরাশায় বুঝি উদাসী নিথর চুপ,
দেখে নাই সেতো তীর্থ তিথিতে চাঁদের তিয়াসী রূপ।
ধরণি তিয়াসী স্বপ্নবিলাসী নিরালার নিরূপম,
সুমধুর সুরে কন্ঠে তুলিবো রাগিনীর অনুপম!
নীল নভে তব বিজলী জ্বলিলে চমকিবে তুমি প্রিয়া,
আমার গানের সুরের আবেশে দুলিবে তোমার হিয়া!
রচনাতারিখ: ১৫ই জানুয়ারী, ২০২২ সাল
রচনাসময়: রাত ০২টা ০৫ মিনিট
Nandini Puravika
—————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0