সকল জীবন ধকল বিহীন নকলবিহীন সুখ
শান্তিতে থাক, ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি,
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে, বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে,
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়,
গন্ধে জড়াই লেখা।
::::::::::::::::::::::::::::::
★★ ইজি পাবলিকেশনের সকল কর্মকারক, সহব্লগার ও পাঠক পাঠিকা গনকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালোয় এবং আলোয় থাকুন। ★ শঙ্কর দেবনাথ ★
One reply on “নববর্ষের ছড়াঃ ইচ্ছে ছড়াই – ছড়ায় ছড়ায় ★ শঙ্কর দেবনাথ।”
আপনাকেও ইজি পাবলিকেশনসের পরিবার থেকে জানাই আন্তরিক অভিনন্দন । ভালোয় কাটুক আপনার সারাদিন, সারাজীবন ।