নমরুদের রূপরেখা
————————– রমিত আজাদ
দুঃসাহসে ফুলে থাকা বুকটাই যদি তোমাকে ক্রুদ্ধ করে,
সত্য ভাষণে তুমি হও ক্ষুদ্ধ,
তাহলে মানুষের হৃৎপিন্ডই হবে তোমার নিশানা।
তুমি হৃদয় বোঝনা, বোঝ হৃৎপিন্ড!
আমাদের সবাইকে তাহলে মেরে ফেলো,
থেমে যাক সব প্রাণের স্পন্দন।
ধান কাটা ক্ষেতের গন্ধে পড়ে থাকুক আমাদের খন্ডিত লাশ!
তারপর তোমাকে ঘিরে থাকবে কেবলই চাটুকারের দল,
অবচেতন মনে এমনটাই তো চেয়েছিলে তুমি?
কিন্তু জেনে রেখো,
একসময় ঐ বিষধর সাপেরাও তোমাকে ছেড়ে যাবে।
নিঃসঙ্গতায়, একাকিত্বে তুমি করবে অপেক্ষা
অনিবার্য ধ্বংসের।
————————————————
তারিখ: ৯ই অক্টোবর, ২০১৮
সময়: বিকাল ৫টা ৫৬ মিনিট