নশ্বর বিশ্বে অবিনশ্বর
নশ্বর বিশ্বে অবিনশ্বর
————— রমিত আজাদ
তোমাকে ভুলে যাইনি,
ভোলা সম্ভবও না।
তুমিও ভুলে যাওনি,
সেটাও সম্ভব না।
শুধু দু’জনাই ভান করছি ভুলে যাওয়ার।
স্মৃতিপথ শুধু ডাকেই না, টানেও।
ঐ পথে হেটে দেখো,
সিনেমার ফ্লাশব্যাকের মত
প্রতিটি দৃশ্যায়ন চিনতে পারবে।
মর্মভেদী ঐ উপাখ্যানের
প্রতিটি আলোকচিত্রই কালজয়ী!
আমি প্রেমিক ছিলাম কি বণিক ছিলাম,
সে প্রশ্নের অবকাশ রয়েছে জানি!
তবে জেনো রেখো,
‘দ্বৈততা প্রকৃতির সহজাত!’
কে কাকে বলবো ফিরে যেতে?
যে তরঙ্গ একবার ইথারে ছড়ায়
তাকে আর বিনষ্ট করা যায় না।
নশ্বর এই মহাবিশ্বে,
কেবল অনুরাগ-ই অবিনশ্বর!
লৌকিক এই ধরালোকে,
শুধু প্রেমটাই অলৌকিক!
————————————-
রচনাতারিখ: ৫ই সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: সকাল ১০টা ১৪ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0