নাগরের হাত ধরিয়া
—————- রমিত আজাদ
মন বয়াতী ভুল করিয়া চুল রেখেছে লম্বা।
পল্লী বিদ্যুৎ তার টাঙ্গাইয়া গাঁথিয়াছে খাম্বা।
খাম্বার সাথে বান্দা গরু ডাকে হাম্বা হাম্বা।
ঐ দেখ্ কদম্বতলে বালা নাচে সাম্বা।
নাচনের তালের গুতায় নাচে কতক বাঙালী।
বৈশাখী ঝড় উঠেছে, ভোজ হবে আজ কাঙালী।
নাচো, নাচো রে বালা, নাচো ভরা বরষায়,
নাগরের হাত ধরিয়া নাওয়ে ওঠো ভরসায়।
দোলাও দোলাও তরী, ঢেউ তুলিয়া যৌবনে।
দুটি মন উড়ে চলে, প্রেমের বাগে মৌবনে।
বনানীর ঠিকানা নাই, বৃক্ষ-তরু ঘরবাড়ী।
তবু মন ছাড়বে না হাত, মন নিয়াছে মন কাড়ি!!!
———————————————
রচনাতারিখ: ২৭শে মে, ২০১৯ সাল
সময়: দুপুর ১টা ৫৫ মিনিট