নাচ বৃষ্টি নাচ
নাচ বৃষ্টি নাচ
———– রমিত আজাদ
ছাতার উপর বৃষ্টি নাচে,
রংধনুতে নাচে রঙ!
দোল দরিয়া দোলরে জোরে,
বর্ষারাগের দেখরে ঢং!
কদম কুঁড়ির পাপড়ি কাঁপে,
আরো কাঁপে হিজল ফুল!
শ্রাবণ মেঘে ডাকছে প্লাবন,
ভাসবে নদীর সকল কূল!
ব্যাঙরা নাকি বাসর সাঁজায়,
বর্ষারাগের উচ্ছাসে!
ব্যাঙযুগলের মালাবদল,
জল জোয়ারের বিশ্বাসে!
ডাকছে প্লাবন, ডাকছে শ্রাবণ,
ফুঁসছে নদী, গর্জে গগন!
কাঁপছে হিয়া, হাঁকছে পিয়া,
উড়ছে টিয়া, হৃদয় নিয়া!
উড়েছে উড়ুক, উড়তে দাও,
বারির ফোটা ঝরতে দাও।
কান্না এলে কাঁদতে দাও,
বৃষ্টি জলে মুছতে দাও।
——————————————-
রচনাতারিখ: ১৫/০৮/২০১৯
সময়: ভোর ৪টা ২৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0