নিঃসঙ্গ কার্নেশন
———————— রমিত আজাদ
স্বপ্নটাকে সত্যি ভেবে মন দিওনা প্রেম-পিয়াসি,
এক বিরহে বুক ভেঙেছ, এইবেলাতে খোলো আঁখি।
ভুলের মাশুল অনেক জেনেও আবারো কি করবে ভুল?
কাঁটা-ঘায়ে যেন নুনের ছিটে, পড়লে জ্বালায় পাবে না কূল!
বিষাদ নিয়ে ঐ অন্তরে কাটাও জীবন তাও ভালো,
প্রাণের বন্ধু শত্রু হলে, জগৎ হবে ঘোর কালো!
সখা আছে সখাই থাক প্রেমিক তারে নাই মানো,
খ্যাপা তুফান নিজ আঙিনায় আকুল বেগে না আনো।
পাপ-পূণ্যের হিসেবনিকেশ খাতা খুলে হয়নি দেখা,
প্রণয় কি পাপ? তাও জানিনা, পাপিষ্ঠের আর সরলতা!
অশ্রুকণার মুক্তো গেঁথে হার বানালে ভালোই হতো,
প্রেমের জ্বালা কেমন জ্বলে, মণিহারে দেখতে পেত।
ফুলকুমারী জাদুকরী শ্বেতাঙ্গী ঐ মন তনু প্রাণ,
হৃদয় সায়র গর্জে রোষে, প্রেমের ঢলে ডেকেছে বান।
সন্ধ্যারানি মন-পোড়ানি, মিথ্যে স্বপ্ন ঘোর হুতাশন,
একা ছিলে একাই থাকো, সঙ্গীবিহীন এ কার্নেশন।
রচনাতারিখ: ২৬শে জুলাই, ২০২০ সাল
রচনাসময়: রাত ১১টা ৪১ মিনিট