নিঃস্বের নিশিগীতি
————— রমিত আজাদ
তুমি আসো মেঘ হয়ে আকাশ জুড়ে,
মনপ্রাণ কেঁদে ওঠে নীলাভ সুরে।
এই বারি বারি নয়, তোমারই কান্না!
এই স্রোত স্রোত নয়, দুঃখেরই বন্যা!
আমি কাঁদি নিরালায় গভীর রাতে,
জোছনার সাথে জাগি শূণ্য হাতে।
এই হাতে ধরা নেই তোমারই হাত,
হতাশার স্মৃতি নিয়ে ফুরায় না রাত।
অভাগার দিনকাল নিরাশার দিনলিপি,
নিঃস্বের আরাধনা পারাবার দুঃখগীতি।
তবু তুমি সুখে থাকো আপনা আমার,
বিয়োগের অংকটি মিলাবো না আর!!!
————————————————-
রচনাকাল: ১৯শে মে, ২০১৯ সাল
সময়: রাত ১১টা ২৫ মিনিট
Midnight Frustration
——————- Ramit Azad