নিখাদ কৈশোরি প্রেম
—————————- রমিত আজাদ
শ্রেষ্ঠতর ঔষধি
পাওয়া যাবে হয়তো
কৈশোরের ঔষধালয়ে,
যখন প্রেম ছিলো নিখাদ।
যখন
হিসেববিহীন এক আত্মিক সম্পর্কে
বাধা পড়া দুটি মন,
উড়ে যেতে চাইতো মেঘেদের দেশে।
বাতাসে ভেসে যাওয়া দুটি প্রজাপতি
শুধুই ফুলে ফুলে খুঁজে নিতো সুখ,
বসন্তের বিশুদ্ধ উত্তাপে।
আজও বাতাসে নাসিকা ডোবালে
পাওয়া যায় সেই নির্মল প্রেমের সুবাস।
———— রমিত আজাদ
২৯সে সেপ্টেম্বর, ২০২০ সাল
সময়: সকাল ১০টা ১৮ মিনিট
(ফেইসবুকে প্রথম প্রকাশিত)