নিস্তরঙ্গ ত্রিভূবন
নিস্তরঙ্গ ত্রিভূবন
————- রমিত আজাদ
একে একে শেষ হয়ে যাবে সবকিছু।
শেষ হব তোমার আশার স্বপ্নটা,
শেষ হবে তোমার আঁখির মগ্নতা,
শেষ হবে তোমার আল্পনী কল্পনা,
শেষ হবে তোমার সুখের বাসনা,
শেষ হবে তোমার অন্তহীন অন্তরঙ্গতা,
শেষ হবে তোমার বাতায়ন বিলাসিতা,
শেষ হবে তোমার বুক ফোলানো বল,
শেষ হবে তোমার আস্থার ভরসাস্থল,
শেষ হবে তোমার তীর্থসম ভালোবাসা,
শেষ হবে তোমার অগ্নিসম প্রত্যাশা,
কেবল শেষ হবে না তোমার হতাশা!!!
ঐ হতাশা নিয়েই বেঁচে থাকতে হবে
আরো কয়েকটি বছর।
তারপর?
তারপর জানি না!!!
————————————————
তারিখ: ৯ই নভেম্বর, ২০১৮
সময়: রাত ১১টা, ৪৭ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0