নীরবতা আকুলতা
নীরবতা আকুলতা
————- রমিত আজাদ
তোমাকে ভালো লাগে,
শুধু এজন্যই নয় যে তুমি রূপসী!
রূপসী-র অভাব আছে কোন অপরূপা ধরণীতে?
তোমার কিছু গুণ আমাকে মুগ্ধ করেছে!
বিদূষীর শাণিত লেখনী তীক্ষ্ণ ছুড়িকা।
কাব্য অথবা হাইকু,
লিমেরিকও হতে পারে!
যা হয় হোক,
মেধার স্ফুরণটাই চিত্তগ্র্রাহী!
তোমার কিছু গুণ আমাকে মুগ্ধ করেছে!
অসহায়ের পাশে সহায় হয়ে দাঁড়ানোর সাহস!
কাঁচের পানপাত্রে স্বাদের সাদাসিধে পানীয়
টং দোকানের চায়েই মিটাও তৃষ্ণা!
মোটা চালের সাথে ছোট মাছের
ঝোলেই তোমার তৃপ্তি!
কষাঘাতী নিঠুর জীবনের
দহনে দহনেও অঙ্গার হয় না যে।
উপরন্তু হয় সুবর্ণ নির্মোহ জীবনে,
দুর্নিবার পূর্ণিমার আলোর
আবাহন ধ্রুব নীরবতায়
শক্ত-পোক্ত এমন একজনাকেই খুঁজছিলাম!
কি দেখছো?
আমার মুখোশের আড়ালে মুখ!
আসলে কিছুটা মুখোশী সকলেই হয়,
যেমন পোষাকের আড়ালে থাকে আমাদের নগ্ন দেহ!
যা সকলের সামনে উন্মোচন করা নিষিদ্ধ,
অথচ স্বনির্বাচিত মানুষের সামনে
সেই উন্মোচনই হয় উচ্ছাস!
রাত কেটে যতগুলো ভোরই হোক,
অসমাপ্ত গল্পটি সমাপ্ত হবে না জানি!
আরব্য রজনী এখনও রয়েছে নীড়ে!
সহস্র এক ছাড়িয়ে অতঃপর সে লক্ষাধিক!
না হোক সমাপ্তি।
যে যার মতো করে লিখে নিক,
এক নিশ্বাসে পড়া অসমাপ্ত গল্পটির নিজস্ব ‘হ্যাপি এন্ড!!!’
Silent Anxiety
—————-Ramit Azad
—————————–
রচনাতারিখ: ১১ই সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: দুপুর ২টা ৫৫ মিনিট