নূপুর
নূপুর
——————– রমিত আজাদ
রিনিঝিনি রিনিঝিনি নূপুরেরও ছন্দ,
নিক্কনে নিনাদিত আঁখি দুটি বন্ধ।
সমিরণে ভেসে আসে সপ্তক সংখ্যার,
দুটি কানে শুধু বাজে নূপুরের ঝংকার!
ছন্দের দোলাচলে আশমান অন্ধ,
নূপুরের ধ্বনি রয় চরণেতে নন্দ।
নৃত্যের তালে তালে তরুনীটা নাচছে,
নূপুরের সুধা জালে ধরনীটা জাগছে!
নূপুরের হাসি সেতো বাজনার নিস্বন,
মুগ্ধতা মনে মনে পিয়াসীর বীক্ষণ।
কাঞ্চনে নির্মিত নূপুরের কায়া মায়া,
অভিরাম নৃত্য আশাবরী ছায়া ছায়া।
মধুমতি, খাম্বাজ, গুণকেলী, ভৈরব,
সব রাগে মুখরিত নূপুরের অনুনাদ।
নির্ঘুম কল্পতে কোন রাগে সমাসীন?
নূপুরের তাল লয়ে মন হয় উদাসীন!
রচনাতারিখ: ২২শে মে, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ১০টা ৪০ মিনিট
Anklet
—————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0