পরমাণু গল্প
গল্পের ভেতরে সাপ শুয়ে থাকে। সংগোপনে।
রাত বাড়ে।
গল্প ঘুমোলে কবিতা জাগে।
সাপ ফণা তোলে। বিষ ঢালে।
ডালে ফুটফুটে ফুল হাসে।
মন্তব্য করুন..
শঙ্কর দেবনাথ
0
গল্পের ভেতরে সাপ শুয়ে থাকে। সংগোপনে।
রাত বাড়ে।
গল্প ঘুমোলে কবিতা জাগে।
সাপ ফণা তোলে। বিষ ঢালে।
ডালে ফুটফুটে ফুল হাসে।