পাগলার গোলে ঘোল
পাগলার গোলে ঘোল
———————————— রমিত আজাদ
পাগল দেখে পাগল বল, তোমরা কোন পাগল?
সব পাগলের সেরা পাগল, সেয়ানা পাগল!
ভক্তরা তার নামে পাগল, ভক্তিরসে ভাসে,
পাগল বেশে ভেক ধরে সে, মনে মনে হাসে!
সেয়ান পাগলার মুখে মধু অন্তরে গরল,
বুঝানোর মেথড জটিল, হিসাব তার সরল!
জটিল মেথড না বুঝে সব হয়েছে পাগল,
সেয়ান পাগলায় হিসাব কইরা খাওয়াইছে যে ঘোল!
ঘোল খাইয়া সব ঘুরতে আছে পাগলের পাশে,
সেয়ান পাগলায় এইসব দেইখা মিটিমিটি হাসে!
মাঝে মাঝে পাগলায় বাধায়, বিষম গন্ডগোল;
তারই মধ্যে ঘুরপাক খাইয়া সকলে পাগল!
ভক্তরা তার ভাত না পাইলেও লাফায় আধমরা,
সেয়ান পাগলার ভাতের থালা বারো মাসই ভরা।
ঢোলে বাড়ি পড়লে সবাই নিজের ঘরে দেয় অনল!
সব পাগলের সেরা পাগল, সেয়ানা পাগল!
রচনাতারিখ: ২৩শে নভেম্বর, ২০২০
রচনাসময়: রাত ০২টা ৩২ মিনিট
The Cunning Mad
————————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0