পারিনা ফিরিতে
—————– রমিত আজাদ
ফিরিতে চাহিয়াও পারিনা ফিরিতে,
না আলোর দিশায়, না আঁধার নিশিথে।
সশব্দে ফিরিবার পথ, রুদ্ধ করেছি কবে!
উঁকি দিতে পারে শুধু চাঁদ, চুপিসারে নিঃশব্দে।
আমি চাঁদ হতে পারিনি!
তাহলে কেমনে স্পর্শ করবে
ঘুমন্ত অবয়ব পুলক-লাজে
আমার জোছনার কুমকুম?
শুধুই শরতের মেঘ হয়ে ভেসে রব,
হেনে যাব সজল আঁখির বাণ,
দূর থেকে শুধু দেখে যাব,
অপেক্ষমান একটি অভিমানী প্রাণ।
———————————————-
রচনাতারিখ: ৪ঠা অক্টোবর, ২০১৯ সাল
সময়: দুপুর ৩টা ১৫ মিনিট
(জান্নাতুল ফেরদৌস সারা-র লেখা একটি কবিতা থেকে এই কবিতার ধারণাটি নেয়া)