পাহাড়িকা মণি (Ramit Azad)
পাহাড়িকা মণি
——————– রমিত আজাদ
পাহাড় তোমার বর্ণ ধারায়, রূপ সায়রায় দৃষ্টি হারায়,
বৃষ্টি তো নয় মেঘের শাসন, হিম জড়িয়ে ধুম্র বসন।
রহস্য তায় শৈল-সুধায়, চাইলো মণি কুহেলিকায়।
বনষ্পতির শ্যামল ছায়ায়, হাসলো মণি প্রহেলিকায়।
শিরিষ-কোমল মণির দেহে ঝলমলিয়ে উঠছে প্রভা,
মিষ্টি ছোঁয়ায় গা ভিজিয়ে কুয়াশা দেয় প্রীতির শোভা।
শুকনো বসন সিক্ত করে কুজ্ঝটিকা মুচকি হাসে,
পাহাড় বলে, “এই গিরিতে মণির মতন আর কে আছে?”
পাহাড়ি ফুল হরেক রঙের, তারই মাঝে মণির মনের
রঙ ছড়িয়ে আসলো অলি, মণিই সেথা ফুলের কলি!
পাহাড় ফেটে পড়ছে যে জল, তোমরা তাকে কান্না বলো,
সেই প্রপাতের জলের ধারা, দেখছে মণির রূপের আলো!
মণির চোখে কান্নার জল, এই জনমে হয়নি দেখা,
কান্না নীরেও উঠবে জ্বলে পাহাড়িকার আলোর রেখা!
কান্না, হাসি, অভিমান আর আবেগ যতই উঠুক দুলে,
সব কিছুতেই উজাল মণি, তার বিভাতে ভূবন ভুলে!
রচনাতারিখ: ১০ই আগস্ট, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০৮টা ০৭ মিনিট
The Mountain Girl
—————- Ramit Azad