পুরোনো ডায়েরীতে লেখা
——————————– রমিত আজাদ
“দুঃসাহসে বুক বেঁধে হিমশৃঙ্গে আরোহন করতে পারি,
যদি বলো কন্টকাকীর্ণ ফুলও আনতে পারি,
কিন্তু বুকে পাথর বেধেও
কোনদিন তোমাকে বলতে পারবো না, “ভালোবাসি”।
জানিনা কার লেখা কবিতা ছিলো ওটা,
এখন আর মনে নাই।
মনের প্রবল জ্বালা ও ঝংকার থেকে,
আমার ডায়েরীতে
তিন দশক আগে লিখেছিলাম ঐ কয়টি পংক্তি।
অগ্নিবৎ মনোকথা।
যাকে নিয়ে লিখেছিলাম,
তাকে শেষ পর্যন্ত বলা হয়েছিলো।
আসলে, সেই প্রথম বলেছিলো, “ভালোবাসি”!
ছন্দায়িত শব্দসুধা প্রতীক্ষারত চাতক কর্ণে!
তবে, ততদিনে অনেক দেরী হয়ে গিয়েছিলো!!!!!
————————————————————————–
রচনাতারিখ: ৬ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ১১টা ৫৪ মিনিট