আপনার বইটি প্রকাশ করতে আপনাকে সর্বনিম্ন ৫০ কপি বই ছাপাতে হবে । এর বেশি ছাপালে মোট মূল্য কম হবে । আপনি ৫০ থেকে শুরু করে সর্বোচ্চ যত কপি খুশি ছাপাতে পারেন ।
বই এর সংখ্যা, আকার, ধরণ, মলাটের ধরণ, কাগজের ধরণ ও ডাকযোগে আপনার মোট কপি পাঠানোর ব্যায় এর উপর আপনার মোট ব্যায় নির্ভর করবে যা আমরা আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবো (তবে আপনি বাংলাদেশে অবস্থান করলে আমাদের অফিস থেকে বইগুলো সরাসরি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে ডাকমাসুল লাগবে না )।
যদি ইউনিক প্রচ্ছদ তৈরী করতে বলা হয় তাহলে তার মূল্যযুক্ত করতে হবে । অন্যথায় আপনি আমাদের ফ্রি প্রচ্ছদ গুলোর যেকোন একটি ব্যাবহার করতে পারেন বা আপনি নিজে তৈরী করে তা পাঠাতে পারেন । এক্ষেত্রে আপনার প্রচ্ছদটি আমাদের প্রচ্ছদ নিয়মাবলী অনুসারে তৈরী করতে হবে এবং তা ফটোশপ বা .PSD অথবা .JPG, বা .JPEG ফরম্যাটে ফরমে সংযুক্ত করতে হবে ।