প্রণয়ের সন্মোহনী ইন্দ্রজাল
——- রমিত আজাদ
তোমাকে নিয়ে কি কবিতা লিখবো বলতো?
তুমি তো কবিতা পড়োনা!
শুধু শুধু কি হবে কবিতা লিখে?
তোমাকে নিয়ে লেখা কবিতা পড়বে অন্য কেউ,
তারপর যদি ভুল বোঝে?
কি দরকার ভুল বোঝাবুঝির?
তার চাইতে বরং এক কাজ করি,
এক টুকরো সাদা কাগজে কবিতা লিখে
তোমার হাতে গুঁজে দেই?
তারপর তুমি একসময় পড়ে নিও ঐ কবিতা।
প্রণয়ের সন্মোহনী ইন্দ্রজাল
সেই কবিতা পড়ে তুমি হাসবে,
তুমি ভাববে, তুমি কাঁদবে।
সব অনুভূতি শেষ হলে,
অবশেষে কোথাও তুলে রাখবে
সাদা কাগজে আঁকা কবিতা নামক ছবি।
তারপর অনেকগুলো বছর পেড়িয়ে যাবার পর,
একদিন তোমার মায়াময় শিশুটিকে কোলে নিয়ে
সাদা কাগজে দাগ কেটে কেটে
ছবি আঁকা শেখাতে গিয়ে,
মনে পড়ে যাবে
প্রণয়ের সন্মোহনী ইন্দ্রজাল!
সেই ছবি আর কবি।
তারপর আরো একবার তুমি হাসবে,
তুমি ভাববে, তুমি কাঁদবে।
তারিখ: ১৮ই এপ্রিল, ২০১৭
সময়: ভোর ৩টা ৫৭ মিনিট