প্রভাতী শুকতারার বীথিকা
—————————- রমিত আজাদ
কিছু তরুণী প্রেম বোঝে,
কিছু তরুণী প্রেম বোঝে না,
আর কিছু তরুণী প্রেম বুঝেও বোঝে না!!!
তা সে নীলাম্বরী হোক আর শুকাম্বরী হোক।
ঐ যে সেদিন মৃগনয়না বললো,
“ভালো লাগে, কিন্তু!!!???”
তারপরে মুখ ফসকে সত্য কথাটা বেরিয়ে যাওয়ায়,
অস্থির হয়ে চকিত লাজুক হেসে
কুণ্ঠিত নিজেকে সামলে নিলো আশঙ্কায়।
বিষয়টা ওখানেই, ঐ কিন্তু-তেই ঠেকে যায় আভাবতী।
ভৈরবী রাগিণীর আভীরিণী
জন্ম জন্মান্তর লালিত সামাজিক অনুশাসন মারিয়ে
দুকূল ছাপিয়ে উথলে উঠতে পারেনা উন্মত্ত যৌবনা শৈবলিনী!!!
চমকিত মন উন্মনা পূবালী বালিকা
যুগ যুগান্তরের আরোপিত বন্ধন ছিঁড়ে বাঁধনহারা হতে পারে কি?
পাশ্চাত্য তরুণী-রা সেই বন্ধন ছিঁড়েছে কিছুকাল হয়।
তারা এখন আর কোন কিন্তুতে ঠেকে যেতে চায় না,
ভালো লাগার কাছে অন্ধ হয়ে নিজেকে সঁপে দেয়,
যাবতীয় বন্ধন হারিয়ে!!!
কোথায় বিষন্ন গোধুলী, কোথায় পূরবী ঊষা?
কোথায় বিভাবরী পূর্ণিমা, কোথায় রাহুগ্রস্ত চন্দ্রগ্রহণ?
কে দেবে জবাব তার, এত শত উথাল-পাথাল বিহ্বলতার?
কোন সন্ধ্যাতারা দেখাবে প্রভাতী শুকতারার বীথিকা?
নীলাম্বরী তুমি আশাবরী হওনা কেন?
——————————————————————
তারিখ: ১লা ফেব্রুয়ারী, ২০১৮
সময়: রাত ১২ টা ২৯ মিনিট