প্রেমের ঋতু বর্ষা ঋতু
—————————— রমিত আজাদ
প্রেমের ঋতু বর্ষা ঋতু, বসন্ত নয় কিছুতেই,
বৃষ্টি ফোটায় প্রণয় থাকে, প্রেম থাকে মেঘ ছবিতেই।
ঝুম বরষায় ভরায় নদী, আরো ভরায় দীঘি ঝিল,
জলে জলে হৃদয় ভরে, দুই হৃদয়ের হয় যে মিল।
মেঘলা আকাশ সূর্য ঢাকে, দেয় ছায়া দেয় চলার পথে,
প্রেমিক যুগল উদাস হাটে অমন পথের বাঁকে বাঁকে।
রৌদ্রের আঁচ গা পোড়েনা, শীতল রাখে মন-কায়া,
শ্যামল বীথি সতেজ থাকে, হ্রদের জলে কোন মায়া?
প্রেমিক যুগল হাটছে পথে, মেঘ মালিকার ছায়ার সাথে,
হঠাৎ করেই হালকা বরিষ, হালকা করেই ভেজায় তাকে।
টিপ টিপ টিপ বৃষ্টি ঝরে চুল ভিজে যায় প্রেমিকার,
অমন চুলেই শিশির জ্বলে মুক্তো মণি বীথিকার!
রূপ মাধুরী মুখশ্রীতে ফোটায় ফোটায় শবনম,
মুগ্ধ চোখে প্রেমিক দেখে ঐন্দ্রজালিক উদ্ভাসন!
হালকা বৃষ্টি আস্তে ধীরে বাড়তে বাড়তে হয় ঝুম,
বর্ষণে তার এ কোন যাদু? প্রিয়ার চোখে কুমকুম!
জলের সাথে ঝাপটা হাওয়া, উড়ায় কেতন চুল আঁচল,
প্রেমিক আঁকে জলছবি তার, রঙ-তুলিতে মেঘের কোল!
বৃষ্টিতে তার ভিজলো বসন, ভিজলো মনের বাতায়ন,
প্রেমিক জ্বলে শ্রাবণ নীরে, জলেও থাকে হুতাশন!
রচনাতারিখ: ৬ই জুলাই, ২০২০ সাল
সময়: দুপুর ০২টা ৪৫ মিনিট
Rainy Season, Love Season
————————— Ramit Azad