প্রেমের প্যারাডক্স
——————- রমিত আজাদ
বন্ধনেই যদি থাকে সুখ,
তবে মুক্তির কথা কেন?
মুক্তির স্বাদ পেতে চাও?
তবে আর প্রেমের সাধ কেন??
ছুঁতে চাও?
“ছুঁয়ো না পাতকী হবে!
তবুও ছুঁতে চাও?
তবে ছুঁয়ে দেখো,
পাপের বিনিময়ে সুখও পেতে পারো!
কথা দিতে চাও?
থাক, কথা দিতে হবে না।
প্রবঞ্চক এই পৃথিবীতে
কথা দিয়ে কথা রাখা যায় না।
কি অদ্ভুত এই ভালোবাসা!
যে সারাজীবন পাশে থাকবে বলে কথা দেয়,
সেই কথা রাখে না।
আর যে কোন কথাই দিলো না,
সেই বরং নীরবে
সারাটা জীবনই পাশে রয়ে গেল।
ভবিষ্যৎ জানতে চাই না।
আর অতীত তো চলেই গেছে!
এসো বর্তমানটাকে সত্য মানি।
ছোঁয়া-ছুঁয়ি খেলি,
কিছু পাপ, কিছু সুখ,
পাপ আর সুখে কাটাকাটি হোক!!!
——————————————————–
তারিখ: ১৮ই ফেব্রুয়ারী, ২০১৯
সময়: রাত ৯টা ৫ মিনিট