পত পত প্রেম ওড়ে
হাওয়ায় হাওয়ায়
আর
চারদিক ম ম করে ঘ্রাণে
আকাশ তোরণে এসে
সসন্তোষ সুখে
ছড়া কাটে মহাকাশ
খন্ড খন্ড শব্দ দেহ
মোহন শরীর পায়
লখিন্দর জেগে উঠে
বেহুলাকে খোঁজে
পথিক পথের মন বোঝে
পত পত প্রেম ওড়ে
হাওয়ায় হাওয়ায়
আর
চারদিক ম ম করে ঘ্রাণে
আকাশ তোরণে এসে
সসন্তোষ সুখে
ছড়া কাটে মহাকাশ
খন্ড খন্ড শব্দ দেহ
মোহন শরীর পায়
লখিন্দর জেগে উঠে
বেহুলাকে খোঁজে
পথিক পথের মন বোঝে
২ replies on “প্রেম ও পথ”
কবিতাটি খুব ভাল লাগল । কবিতাটি কি এতটুকুই নাকি আরো বাকি আছে? যদি থাকে তাহলে বাকি অংশের জন্য অপেক্ষায় থাকলাম..
good poem. thanks for sharing. 😀