
প্রেম, ঘৃণা নাকি দীর্ঘশ্বাস?
প্রেম, ঘৃণা নাকি দীর্ঘশ্বাস?
—————— রমিত আজাদ
যেই পথে একদিন হেটেছিলাম আমরা দুজনে,
ছুঁয়েছিলাম গোধূলি বিকেল,
মেখেছিলাম ধ্রুপদী সন্ধ্যার প্রভা।
সেই পথে আমি আজ আর হাটি না,
নির্বাসন মেনে নিয়েছি অনিবার্য ভবিতব্য ভেবে।
তবে তুমি আজও ঐ পথে হাটো, আমি জানি।
সেটাও ভবিতব্য নশ্বর আয়ুষ্কালের।
নিমগ্ন ঝিনুক অর্ণবের
আলুথালু আঁধারের আদুরে আস্তর ঘেরা,
শরতের ছোঁয়া লাগা
আরক্ত বিটপির সারি ঢাকা চিরচেনা ঐ পথে
যখন তুমি হাটো একাকী অথবা সবান্ধব,
তোমার কি আমাকে মনে পড়ে?
লাগে কি ঘোর দৃষ্টিতে?
মরিচিকা দেখ তুষারের ঢালে?
শিশিরে কি ভেজে মেঘ ছাইরঙা আকাশে?
শীর্ণ বিষন্ন ধরণীর কোলে
তোলে কি সুর চাইকোভস্কির ঐকতান?
পদতলে মৃন্ময় মাঠ,
আমাদের কদম কদম স্মৃতি।
চতুর্পাশ থেকে ফুঁসে ওঠা বাতাসের ঘ্রাণে
আজন্ম সঞ্চিত প্রসিদ্ধ শূণ্যতায়,
শুনতে পাও প্রণয়ের আস্ফালন?
কি জাগে তোমার মনে?
প্রেম, ঘৃণা নাকি দীর্ঘশ্বাস?
———————————————-
তারিখ: ২৭শে জুন, ২০১৮
সময়: সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট
Love,hatred or Sigh?
————- Ramit Azad